মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

কোথায়

কত পরিবর্তন হয়ে গেছি আমি
ঘাসের উপর শুয়ে থেকেও সবুজ না মাখি
ভুলের জঙ্গলে ছিলো আমার সিংহের গর্জন
অযথা এলাকায় জীবনের ব্যয়-- একটু বদলের আশা
বদলায়নি কিচ্ছু
বদলে গেছি আমি, আমার সবপাশ

পাহাড়ের উপত্যকায় ঝড়ের রাত, ধমকা হাওয়ার মতো একাকী আকাশ অন্য কোন গ্যালাক্সির মতো আমিও এক গোপন নীরব স্রোতের তালিকায়,
বদলে যাওয়ার আশায় আবারো যদি বদলে যাই, দেখা হবে আমাদের বেপোরোয়া সময়ের বেয়াদপ চাওয়ায়, বামচোখে আবারও পড়বে শতাব্দীরর আশীর্বাদ, গুনাতীক গুনগুন আলীশান আলপিনে রাখবো আবারো একঝাঁক  আবদার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন