রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

হে

ঘুম থেকে ওঠলেও ঘুমের মতো একটি দেশ হের আছে যেখানে হে হারাদিন ঘুমায় -- একদিন একদিন কইরা হাজার বছর অতিক্রম করে-- পৃথিবীর কলাপাতায় যে সকল মাস্তান হালি ডর দেখায় হে সকল মাস্তানের লগে হে হেনে টকশোর আইটেম তৈরি করে-- হের পৃথিবী তাই নদীর লাহান-- হের পৃথিবী তাই ঘুমের লাহান-- হের পৃথিবী তাই এক ফালি মেঘের লাহান-- হেরে আমি বুঝাইতে পারুম না তাই তো বুঝাইতে যায় না-- হেরে কতবার কইছি নেমে আসতে, একবারও আসে নাই -- হের ক্লান্তি শেষ হয় নাই, হবেও না --হে ক্লান্তির বিততে অলসতা চাষ করে, কল্পনার বিততে ডুইববা তাহে, আইসক্রিমের লাহান গইল্লা গইল্লা পড়ে-- গইল্লা পড়ায় যে শান্তি হে জানে আর জানে হের অন্তবিহীন ঘুম-- ঘুম থেকে জেগে ওঠা আসলেই এক বিস্ময় পাহাড়ি পাতার লাহান এক জীবন সবুজের হামার -- দুইটি ফুলের মালা এখনো হে স্বপ্নে কিননা রাহে -- মালাফুল শুকিয়ে যায়, স্বপ্ন শুকায় না, স্বপ্ন শুকায় না 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন