সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

মা,

ভালোবাসা' শব্দটি প্রথম সাহসের সাথে উচ্চারন করেছিলাম প্রাইমারি স্কুলের মাঠে লাল-সবুজ পতাকার নিচে-- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

বাংলা মানে তখন কেবল আমার পরিচিত কয়েকটি গ্রাম। বয়স বাড়ে -- বাংলার আয়তনও বাড়তে থাকে। একসময় বাংলার আয়তন মানে ব্রাক্ষনবাড়িয়া ও ঢাহা। এখন যখন লোকে বলে আমি বড় হইছি (বয়সে) তখন বাংলার ধারনাও আমার কাছে কেবল বাংলাদেশ নয়-- বাংলা মানে বাংলা ভাষার প্রতি প্রীতিবোধ আন্তরিকভাবে ধারন করে এমন জনগোষ্ঠী।

এখন দেখি ছোট কালে যে 'ভালোবাসি' শব্দটি সাহসের সাথে উচ্চারন করেছিলাম সেখানে সাহস ছিল না, ছিল অজ্ঞতা, ভন্ডামি, ভয়ভীতি। কারন আমি যে জেনে গেছি সন্তান কখনো মাকে ভাগ করতে পারে না -- আর  ভাষা তো আমাদের মায়েরও মা ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন