সব কিছু বদলে যায়-- দৃশ্যপট পাল্টায়-- সবুজ পাতা হলুদ শাড়ি পড়ে-- অলস বেড়াল সময়ের হিসাবরক্ষক-- কৃষ্ণচূড়া লালে লাল সবুজ পাতায়-- অম্বরের নিচে বিশাল আকাশ-- সব কিছু লালে লাল-- অনেক কিছু বদলায় -- শোকের চিহ্ন জমা থাকে হৃদয়ের কোনায়-- হৃদয় এক অনাবাদি জমি চাষে চাষে বদলায়-- অনেক কিছু গতি হারায়-- সব কিছু বদলায়-- হৃদয়ের রানী প্রজার মতো বেতনধারী আনন্দ চায় -- নিজের মতো করে যুক্তি সাজায়-- মরুময় মাঠে জলের প্লাবন বন্যার মতো দেখায়-- দেখানো কাকা বাবু অদেখা ডাকাত-- তারা বদলে যায়-- সত্যকে বদলের মতো দেখায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন