বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

তারা

সকাল হলেও তারা ঘুমিয়ে থাকে-- তারা মনে করে ঘুমই সুখ (চুপ থাকা নিরাপদ)। তারা তর্কে বিশ্বাসী-- তারা ইগোর মহিমা কীর্তন করে জেনে কিংবা না জেনে-- তারা দীর্ঘশ্বাস ফেলে খুব গোপনে কেউ যেন না দেখে-- দেখাতেই তাদের ভয়। লোকলজ্জার ভয়-- তারা ভালোবাসা শব্দটি বলতে ভয় পায় -- তারা ঘৃণা করি শব্দটি উচ্চারণ করতে কুন্ঠাবোধ করে-- তারা শুধু জানে বিড়াল কিংবা ট্রেনের মতো একই শব্দের অনুকারধ্বনি-- অবশেষে তারা বেলফুলের গন্ধহীন ছায়ায় কিছুকাল থাকে-- ভরা জোছনা রাত যাপন শেষে বলে বন্ধু শুভরাত্রি তোমায়-- বন্ধু তখন নিদ্রাহীন চোখে কালো রাত্রির ঢেউভরা জলে যাপন করে বেদনা মানিকের কোন্দাল সুখ-- আকাশ থেকে নেমে আসে আনন্দিত কসমেটিকস মুখ-- মুখভর্তি সবুজ, সবুজ ভরা কালবৈশাখী ঝড়-- সকাল হলে বন্ধু ডাকবো কী তোমায় উচাটন বাড়ির ছনের ঘরে?  চোখ মেলে দেখো তারার ঘরে -- কালাচাঁন বসে আছে বৃন্দাবনে পাছে যদি প্রেম জাগে রাধার ব্যবসায়িক মনে-- সকাল হলে জাগিয়ে দিও বন্ধু আমিও তখন গভীর ঘুমে  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন