অন্ধকার ঘরে শুয়ে শুয়ে
একলা পাখি থাকে গভীর ঘুমে
ঘুমের ঘরে স্বপ্ন দেখে
আসছে সে আসছে।।
সে যে ছিল মনে মনে
চোখে মুখে ঠোঁটের কোনে
ঘুমের ঘরে স্বপ্ন দেখে
আসছে সে আসছে।।
পুব আকাশে সূর্য ওঠে
জানালা বেয়ে রোদ আসে
চোখের কোনে জল হাসে
হাসছে জল হাসছে।।
একলা পাখি থাকে গভীর ঘুমে
ঘুমের ঘরে স্বপ্ন দেখে
আসছে সে আসছে।।
সে যে ছিল মনে মনে
চোখে মুখে ঠোঁটের কোনে
ঘুমের ঘরে স্বপ্ন দেখে
আসছে সে আসছে।।
পুব আকাশে সূর্য ওঠে
জানালা বেয়ে রোদ আসে
চোখের কোনে জল হাসে
হাসছে জল হাসছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন