মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

বেঞ্চ

স্কুল ছুটি দিলেও আমি বেঞ্চে বসে থাকতাম, আস্তে করে কান রাখতাম বেঞ্চের শরীরে, উপলব্ধি করার চেষ্টা করতাম তার নীরব ভাষা,  বেঞ্চ কারো জন্য বসে থাকে না, বেঞ্চ বসে থাকে কেবল নিজের জন্য, বেঞ্চের তো আর হৃদয় নেই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন