মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

স্ব

বিদেহীরাজ-- বর্ষা গেলে পানি শুকিয়ে যাবে, ভরা জোছনা কইবে না কথা কারো সাথে, পদ্মগুলো ঘ্রান হারাবে, ফুল ভুলে যাবে জীবনের মানে, তবুও থাকে কথা তবুও থাকবে কথা কোনো এক সন্ধ্যায় কোনো এক অচেনা গাছের নিচে ইয়া বড় চান্দের লগে, জলপড়া বিকেল জানে হুটতুলা রিকসায় ঠোঁটের নিচের লতাপাতা কেন কাফে কেন কাফে, দুই দেহ এক হৃদয়ের কাফেলা প্রতি পলকে প্রতি শ্বাসে শ্বাসে প্রেমের তাবলিক করে,

বিদেহীরাজ-- জানো তুমি? আজও চালতা ফুলের আছে সেই আগের মতো নোনতা স্বাদ, আজও চলাচল স্নোগাড়ির আবেগমথিত কাজ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন