জলিমা
আজও এলে তুমি গরীব আঙ্গিনায়, তোমার চোখে আজও নামবে ঢল,আজও কৃষ্ণ সাজাবে বৃন্দাবন, ফুলেল ফুলেল রাধার অভিসারপথ, তোমার হৃদয়ের কোনে থাকে যদি একখান ঘর, কবুতর হুমু, বাকবাকুম বাকবাকুম জীবন,
জলিমা
আমি কোনো সাইনবোর্ড চাই না, চাই না আমাদের নামে হোক চৌরাস্তার মাথায় পালিস করা ইলেকট্রনিক বিজ্ঞাপন, আমাদের ঘরে আমরা গভীর চুপচাপ, চুপচাপ উল্লম্ফন
আজও এলে তুমি গরীব আঙ্গিনায়, তোমার চোখে আজও নামবে ঢল,আজও কৃষ্ণ সাজাবে বৃন্দাবন, ফুলেল ফুলেল রাধার অভিসারপথ, তোমার হৃদয়ের কোনে থাকে যদি একখান ঘর, কবুতর হুমু, বাকবাকুম বাকবাকুম জীবন,
জলিমা
আমি কোনো সাইনবোর্ড চাই না, চাই না আমাদের নামে হোক চৌরাস্তার মাথায় পালিস করা ইলেকট্রনিক বিজ্ঞাপন, আমাদের ঘরে আমরা গভীর চুপচাপ, চুপচাপ উল্লম্ফন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন