রবিবার, ১৫ মে, ২০১৬

শ.....

শিক্ষকের কাজ পথ তৈরি করা না-- নতুন পথ আবিষ্কার করতে চেতনা তৈরি করে দেয়া,
এখনকার শিক্ষকরা মহান মমতাময়ী, তাই তারা শুধু পথ তৈরি করেই ক্ষান্ত হন না, একেবারে তৈরি পথে হাত ধরে ধরে অনুসারীদেরকে পার করে দেন, অন্ধ মানুষকে চোখওয়ালা মানুষেরা যেভাবে হাত ধরে ধরে মহাসড়ক পার করে দেয়।

ফলে আমরা যারা অন্ধ ছাত্র আছি সারা জীবন দেখানো পথের জন্য পথ চেয়ে বসে থাকি, কোনোদিন পথ আবিষ্কার করার ঝুঁকিপূর্ন আনন্দ উপভোগ করার সুযোগ আসে না-- আসলেই পথিক পথের সৃষ্টি করে না, মহান শিক্ষকই পথ তৈরি করে থাকেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন