জীবনের এক পাশে একটি নদী আরেক পাশে পাহাড়ি অভিমান
পথ চলতে চলতে গভীর রাতে দমকা বাতাসে সব কিছু ওলটপালট
সবুজ দেখে আটকে যাওয়া চোখ গভীর বনের দিকে হাঁটতে থাকে
একদিন একদিন করে আমরা কোনো গর্তের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমরাই আমাদের পরিচিত মুখ
হঠাৎ প্যানাসনিকের ডাহে ভেঙ্গে যাবে হাজার বছরের কোনো এক গোপন মুখ
গোপন নিজ শক্তিগুনে গোপন থাকে, গোপন একটি জাদুকরি আলাদিনের বাটি
সব নদী যেমন ফুরায় জীবনের সব লেনদেন, সব জাদুকরি বাটি হারায় সম্মোহনের সীমানা
তখন তুমি আজকের মতো ডাকবে না, তখন তুমি কেবল দুদন্ড মানুষ, আমিও
জাদু চলে গেলে কে থাকে বলো করুনাময় মায়ায়, ক্লান্তি নেমে আসে ভালোবাসার মোলায়েম জানালায়-- পালায় পালায় ভালোবাসা পালায়
পথ চলতে চলতে গভীর রাতে দমকা বাতাসে সব কিছু ওলটপালট
সবুজ দেখে আটকে যাওয়া চোখ গভীর বনের দিকে হাঁটতে থাকে
একদিন একদিন করে আমরা কোনো গর্তের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমরাই আমাদের পরিচিত মুখ
হঠাৎ প্যানাসনিকের ডাহে ভেঙ্গে যাবে হাজার বছরের কোনো এক গোপন মুখ
গোপন নিজ শক্তিগুনে গোপন থাকে, গোপন একটি জাদুকরি আলাদিনের বাটি
সব নদী যেমন ফুরায় জীবনের সব লেনদেন, সব জাদুকরি বাটি হারায় সম্মোহনের সীমানা
তখন তুমি আজকের মতো ডাকবে না, তখন তুমি কেবল দুদন্ড মানুষ, আমিও
জাদু চলে গেলে কে থাকে বলো করুনাময় মায়ায়, ক্লান্তি নেমে আসে ভালোবাসার মোলায়েম জানালায়-- পালায় পালায় ভালোবাসা পালায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন