শনিবার, ২৮ মে, ২০১৬

বলদ

বলদ একটি কাজ ভালো পারে-- খাবার খাওয়া। বলদ খাবার খাবে, হজম করবে এবং বের করে দিবে। বলদ পারে না হজমকৃত খাবারকে প্রক্রিয়াজাত করে শুক্রানু কিংবা ডিম্বানু তৈরী করতে।

বলদকে যখন কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয় তখন অসংখ্য বলদ তৈরির পথ সুগম হতে থাকে।

সরি সরি,
বলদ তো বলদ তৈরীর ক্ষমতাও রাখে না-- অনেকের সৃজনশীল ক্ষমতা নষ্ট করতে পারে। নষ্ট করার কাজটাই প্রতিভানরা যেমন পারে তার চেয়ে ভালো পারে প্রতিভাহীনরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন