বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

দ......

তুই পুরাতনকে করিস নতুন, আর আমি নতুনকে করি পুরাতন,

নতুন চর জাগবে, আমি একখান বাড়ি বানামু, বাড়ির হমনে একটি উঠোন, উঠোনের হমনে ফুল বাগানের দেয়াল, দেয়ালের মাথা দিয়ে দেখা যাবে বার্ষিক নদী, নদীতে থাকবে সব সময় একটি কুসা নৌকা, তরে নিমু না, কসম খোদার তরে নিমু না,

ভরা চান্দের রাইতে আমরা নদীতে তাহুম, প্রতিদিন অইবো আমগো হানিমুনের কাল কিন্তু অই ভরা  জোছনায়  আমরা খোলস পাল্টামো, পুরাতন বাদ দিয়া আমরা হুমু এক্কেবারে নতুন, তরে নিমু না আমগো লগে, খোদার কসম তরে নিমু না আমগো লগে, তুই পুরাতনকে করিস নতুন, আর আমরা নতুনকে করি পুরাতন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন