মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

স....

বহু বছর আগে এই বাংলায় একদম ঘোড়াদৌঁড় নামে একখান প্রতিযোগিতা হয়েছিল,প্রতিযোগিতায় কয়েক হাজার লোক মারা যায়,আজ পর্যন্ত তাদের কবর দেয়ার কিংবা শশ্মানচাপা দেয়ার কাজটি সমাপ্ত হয়নি,তাই লাশের উপর লাশ পড়তে থাকে এই মাটির উপর।কৃষ্ণমেনন পরিকল্পনা বাস্তবায়ন হবে,গাছে গাছে পাখি তুলবে গানের সহজিয়া সুর,নীরিহ প্রানীরা দলবদ্ধ হবে,নীরিহ প্রানীরা থাকবে নতুন কোনো পতাকার তলে এটাই প্রকৃতির নীতি।ভাই আমার তোমারে একখান পরামর্শ দেই,হুনে রাখো--হরিনাকুন্ডে যদি বাঘপাল না থাকে হরিনীর শারীরিক গঠন এতো চমৎকার দেখাতো না।তাই হগলরে হগলের মতন থাকতে দেন,আর মুখে একখান সূর্যমার্কা হাসি রাখেন,দেখবেন লাইফ ইজ বিউটিফুল,সো বিউটিফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন