মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

স্বপ্ন ....

স্বপ্ন তুমি খোলা আকাশের নিচে এক চিলতে সুখ
স্বপ্ন তুমি কারবালার সখিনা বিবির মুখ
স্বপ্ন তুমি মানুষের ঘরে ক্ষুধা মিটাও থরে বিথরে
স্বপ্ন তুমি ঠোঁটের নিচে তিলের মতো, গাছে গাছে তালের মতো, আকাশের ঐ তারার মতো, জ্বলে পুড়ে শেখার মতো, হৃদয় পোড়া ঘ্রানের মতো

স্বপ্ন আবার নগ্ন ঘাসের অনাহত দুঃখ

স্বপ্ন তুমি আমার ঘরের, আমার ঘরের সফেদ আকাশ
আকাশ বেয়ে চাঁদে উঠি, চাঁদের ঘরে বানাই ঘর
ব্যাধি তুমি দূরেই থাকো, ব্যাধিকে আমি বলি পর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন