অন্ধকার গোল হয়ে আসে রুমের ভেতর স্বপ্নের আনাচেকানাচ। বৃষ্টির জলে কৃষ্ণচূড়ার ডালে ডালে রাধাবাতাস। মাথার ভেতর পাখিদের কলকাকলি, গতিশীল ঢেউ চুপ হয়ে আসে হাইপোথ্যালামাসের আলপথে।
তোমাকে ভাবি-- আহারে আমার সহজিয়া প্রেম!
তাহাকে চাই-- বৃষ্টির জলের মতো অধরা শব্দ।
তার সাথে থাকি-- দেহের সাথে দেহের গোপন কর্তব্য।
ছিন্ন জীবনে পত্র লেখার ফুরসত নেই, নেই কোনো ডাহা প্রেম, যা ধ্যানের মতো গভীরে নিয়ে যায় আমার চক্রাকার বাস।
জাস্ট কর্তব্য, জাস্ট প্রয়োজনের ভেতর কেটে যায় দিন।
একটি আলোকনার ভেতর ডুব দিয়ে দেখি কানের কাছে বাজে ছুটিশেষ ঘন্টা,
জীবন একটাই, জীবন একটা প্রিয়তমা চিঠির শেষ পৃষ্ঠা
তোমাকে ভাবি-- আহারে আমার সহজিয়া প্রেম!
তাহাকে চাই-- বৃষ্টির জলের মতো অধরা শব্দ।
তার সাথে থাকি-- দেহের সাথে দেহের গোপন কর্তব্য।
ছিন্ন জীবনে পত্র লেখার ফুরসত নেই, নেই কোনো ডাহা প্রেম, যা ধ্যানের মতো গভীরে নিয়ে যায় আমার চক্রাকার বাস।
জাস্ট কর্তব্য, জাস্ট প্রয়োজনের ভেতর কেটে যায় দিন।
একটি আলোকনার ভেতর ডুব দিয়ে দেখি কানের কাছে বাজে ছুটিশেষ ঘন্টা,
জীবন একটাই, জীবন একটা প্রিয়তমা চিঠির শেষ পৃষ্ঠা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন