বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

ফ.দ

নোঙরপরা পা তার জলে ভেজা ঘাস
বিষাদ নদী বিষাদ ঢেউ বিস্তর আকাশ
জল নেমে যায় চাঁদের ঘাটে
জোয়ার নামে জোয়ার নামে
মানুষ সকল অন্ধ মাছি অন্ধঘরে
বৃষ্টি নামে নদীর বাঁকে নদীর বাঁকে
তারা সবাই ঠান্ডা বেঁচে ঠান্ডা বেঁচে
মানুষ এমন এমনি মানুষ
ঘোরে বাঁচে ঘোরে বাঁচে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন