বিগত অন্ধকার
কালে কালে তোমার বাড়ছে প্রভাত
বাড়ছে তোমার শক্তির বাহার, পলে পলে পালে পালে হৃদয় এক অনিবার্য নাম, মেঘালয়ের শাড়ি ধরে টান দেয় দুষ্টু আসাম, গভীরতর সুখে বোধের বাজারে সানাইয়ের অনাহত আযান, প্রিয়তমা সুরে আসে রবাহত অসুরের টান, কলঙ্কের প্রতিটি টানে থাকে মাকড়শার খাবারঘের জালের মতো এক খন্ড প্রাচুর্যতম বহিরাগত মানিক জান, বিগত অন্ধকারে চাপা পড়ে যত সব যত্রতত্র অহংকার
অন্ধকার প্রচারে পাচারে মুখ রাখে না
সূর্যের সাথে তার গভীর লেনাদেনা
কালে কালে তোমার বাড়ছে প্রভাত
বাড়ছে তোমার শক্তির বাহার, পলে পলে পালে পালে হৃদয় এক অনিবার্য নাম, মেঘালয়ের শাড়ি ধরে টান দেয় দুষ্টু আসাম, গভীরতর সুখে বোধের বাজারে সানাইয়ের অনাহত আযান, প্রিয়তমা সুরে আসে রবাহত অসুরের টান, কলঙ্কের প্রতিটি টানে থাকে মাকড়শার খাবারঘের জালের মতো এক খন্ড প্রাচুর্যতম বহিরাগত মানিক জান, বিগত অন্ধকারে চাপা পড়ে যত সব যত্রতত্র অহংকার
অন্ধকার প্রচারে পাচারে মুখ রাখে না
সূর্যের সাথে তার গভীর লেনাদেনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন