রেললাইনের দুটি রাস্তা দূরে দূরে একদিকে চলে গ্যাছে, এক আকাশের নিচে এক বাতাসের ভেতর তারা দুজন অথচ কত প্রিয়তমা দূরে তারা, রেললাইনে চলতে হাত লাগে না, পা লাগে, পা-- জীবন আর মৃত্যু রেললাইনের দুটি রাস্তা, কখনো এক কাতারে তারা নামায পড়ে না, সমান্তরাল দূরে দূরে তাদের অবস্থান, জীবনকে জানতে কিচ্ছু লাগে না, কিচ্ছু, একখান সুন্দর মরন লাগে, মরন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন