শিশুকে স্কুলে ভর্তি হতে গেলে ভোকাব্যুলারি শিখতে হয়, বাংলাদেশীদের কাছে ভোকাব্যুলারি মানেই ইংরেজি ভাষা।
স্কুলে ভর্তি হয়েও ভোকাব্যুলারিই মুখস্ত করে। ভোকাব্যুলারি শেখানোর জন্য নিযুক্ত করা হয় একজন প্রাইভেট টিউটর। স্কুল কলেজ যতোদিনে পাশ করে ফেলে ততোদিনে ছাত্রটি প্রায় ভোকাব্যুলারির জাহাজ। সে যে ভোকাব্যুলারার জাহাজ হয়েছে তা প্রমান দিতে হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। প্রমানিত হয়ে গেলে সে বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের ছাত্র।
পড়াশোনা শেষে এখন তাকে চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার জন্য আবার ভোকাব্যুলারি! এখন ভর্তি হতে হয় ভোকাব্যুলারি বিশ্ববিদ্যালয়ে। আবার সেই ভোকাব্যুলারি মুখস্তকরন। ভোকাব্যুলারি শেখানোর জন্য ভোকাব্যুলকরি শিক্ষকরা নতুন নতুন কৌশল আবিষ্কার করেন।মহান মহান পন্ডিত শিক্ষকদের স্পর্শে সে তখন ভোকাব্যুলারির সাগর।
চাকরি পায়, চাকরি পাওয়ার পর বুঝতে পারে ভোকাব্যুলারি মানেই ইংরেজি ভাষা না। তখন তার বোধোদয় হয় এবং চাকরি জীবনে শুরু করে নতুন করে ছাত্রের পড়াশোনা। কিন্তু পাকা আম কী আর কাঁচা আমের মতো সবুজ হয়।
আহারে!
আহারে আমাদের
তাহাদের ভোকাব্যুলারির জীবন ....
স্কুলে ভর্তি হয়েও ভোকাব্যুলারিই মুখস্ত করে। ভোকাব্যুলারি শেখানোর জন্য নিযুক্ত করা হয় একজন প্রাইভেট টিউটর। স্কুল কলেজ যতোদিনে পাশ করে ফেলে ততোদিনে ছাত্রটি প্রায় ভোকাব্যুলারির জাহাজ। সে যে ভোকাব্যুলারার জাহাজ হয়েছে তা প্রমান দিতে হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। প্রমানিত হয়ে গেলে সে বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের ছাত্র।
পড়াশোনা শেষে এখন তাকে চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার জন্য আবার ভোকাব্যুলারি! এখন ভর্তি হতে হয় ভোকাব্যুলারি বিশ্ববিদ্যালয়ে। আবার সেই ভোকাব্যুলারি মুখস্তকরন। ভোকাব্যুলারি শেখানোর জন্য ভোকাব্যুলকরি শিক্ষকরা নতুন নতুন কৌশল আবিষ্কার করেন।মহান মহান পন্ডিত শিক্ষকদের স্পর্শে সে তখন ভোকাব্যুলারির সাগর।
চাকরি পায়, চাকরি পাওয়ার পর বুঝতে পারে ভোকাব্যুলারি মানেই ইংরেজি ভাষা না। তখন তার বোধোদয় হয় এবং চাকরি জীবনে শুরু করে নতুন করে ছাত্রের পড়াশোনা। কিন্তু পাকা আম কী আর কাঁচা আমের মতো সবুজ হয়।
আহারে!
আহারে আমাদের
তাহাদের ভোকাব্যুলারির জীবন ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন