বুধবার, ১ জুন, ২০১৬

আজকে

নারীন্দা ফুল অনেক আগেই গান্দা হয়ে গ্যাছে
গাঙচিল উড়ে যায় বটের ছায়ায়, মেঘনা নদীর পাড় ধরে পাগলা নদীর পাশে বাইশমৌজা বাজারে
সকাল থেকেই টুপটাপ বৃষ্টি
আসমানী আজ মেলে ধরেছে পেখমী ডানা
ফুল তুলতে মানা, গন্ধ নিতে মানা
ভোর রাতের কিছুক্ষন আগেও তারা অভ্যাসগত কানা
মানুষের পোষাকে বহু প্রানী মার্কেটে হাটে, সদাই করে হলুদগুঁড়া আর মরিচ
আকাশ যদি নুয়ে না পড়ে মানু তাকে আকাশ বলে না, স্পর্শ দিলেই তরলবাতাস হয়ে উঠে আকাশনীলা  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন