তোমাদের তো অনেক আছে, তাই না?
ঘরের ভেতর ঘর আর একখান টিউলিপ আয়না, তাই না?
ধুমসা দেহের ভেতর তারা আলো খুঁজতে যায় না
দেহাতীত, কালাতীত সময়ঘরে বড়ই কৃপন তাদের বায়না
তাদের কথার, অঙ্গের বাহার দেখে চোখে ঘুম আইনা
তোমরা তো তারাই যারা ছটাং ফটাং ঘেচাং গায়েনা
ঘরের ভেতর ঘর আর একখান টিউলিপ আয়না, তাই না?
ধুমসা দেহের ভেতর তারা আলো খুঁজতে যায় না
দেহাতীত, কালাতীত সময়ঘরে বড়ই কৃপন তাদের বায়না
তাদের কথার, অঙ্গের বাহার দেখে চোখে ঘুম আইনা
তোমরা তো তারাই যারা ছটাং ফটাং ঘেচাং গায়েনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন