রবিবার, ৫ জুন, ২০১৬

ব্যাকরণ

বাংলাদেশ বাংলা ব্যাকরন শেখার আগে ইংরেজি ব্যাকরন শিখে। আমিও শিখেছিলাম। কারন মান্যজন বলতেন চাকরী নামক পরকালে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখন ইংলিশ ভাষা ও তার ব্যাকরন ছায়া হিসাবে কাজ করবে।

মান্যজনের কথা মিথ্যা নয়, শতভাগ সত্যি! কিন্তু ইংলিশদের গালি দেয়ার আগে মনে হয় একটু ভাবা যেতে পারে কেমন করে তারা এতো মাননীয় জায়গা অর্জন করে নিলো-- এটা কী শুধুই আমাদের জাতিগত হীনমন্যতা নাকি আলসেমির ফাইনাল রেজাল্ট ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন