বেদনার ভার আকাশকে নত করে দেয়
আমাকেও নত করে
আনন্দের ভার আরোও নত করে
আমাকে ও তাকে
নত হতে হতে ভুলে গেছি জন্মের কাল
নত হওয়া এক ফলবান কাজ
অথচ কত মহান শিংধারা মানুষ
তর্কের কম্বলে উষ্ণ করে গতরের তাজিম
বিতৃষ্ণার মতো ছাতার নীচে সাজায় বৃষ্টির সমাহার
শব্দের ভেতর রোজ নেমে আসে আধিপত্যের বাজার
একাধিক, হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার
আমাকেও নত করে
আনন্দের ভার আরোও নত করে
আমাকে ও তাকে
নত হতে হতে ভুলে গেছি জন্মের কাল
নত হওয়া এক ফলবান কাজ
অথচ কত মহান শিংধারা মানুষ
তর্কের কম্বলে উষ্ণ করে গতরের তাজিম
বিতৃষ্ণার মতো ছাতার নীচে সাজায় বৃষ্টির সমাহার
শব্দের ভেতর রোজ নেমে আসে আধিপত্যের বাজার
একাধিক, হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন