বকুলডালে তরতাজা ফুল
বৃষ্টি আসে কদমতলায়
অহির ঘরে ঘুমিয়ে থাকে সাবলীল এক নকুল
ব্যাঙের ছাতা খুন
বৃষ্টিমাথায় আম কুড়ানো অনাবিল এক সুখ
কেড়ে নেয় রাতের তারা মনের যত দুঃখ
পৃথিবীকে সামনে রেখে তোমায় দিলাম ভুল
দিনের আকাশ সূর্যহারা পাখিও চিনে কূল
বৃষ্টি আসে কদমতলায়
অহির ঘরে ঘুমিয়ে থাকে সাবলীল এক নকুল
ব্যাঙের ছাতা খুন
বৃষ্টিমাথায় আম কুড়ানো অনাবিল এক সুখ
কেড়ে নেয় রাতের তারা মনের যত দুঃখ
পৃথিবীকে সামনে রেখে তোমায় দিলাম ভুল
দিনের আকাশ সূর্যহারা পাখিও চিনে কূল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন