সোমবার, ৬ জুন, ২০১৬

অর্বাচীন

কত অর্বাচীন আমি-- কত কথা বলে চলি এখানে সেখানে-- দাঁতের ফাঁকে জমে নাতো অপ্রিয় কথা যেন হাজার মাইল বেগে চলছে, চলে কথার বাহন-- না জানা সুরও বিজ্ঞের অভিনয়ে গেয়ে যাই-- হাসির আড়ালে লুকায় লুকায় মাপ তাপ অনেক দিনের জমানো বরফ-- চোখের জলে ঢাকি অজানা অজ্ঞতার সুমেরু পথ-- অভিশাপগুলো বুকে জড়ায়ে একবার মরতে চাই-- বেঁচে থাকা হলো না আমার মরনের সুতীব্র চেষ্টায়  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন