শনিবার, ১১ জুন, ২০১৬

চটজলদি

ঠিক এক বছর আগে একটি পুকুরে গিয়েছিলাম। চমৎকার শান্ত পুকুর। গাছগাছালি আর পাখপাখালি পুকুরে নিয়ে আসে দ্যোতনাময় প্রশান্তি। প্রানভরে স্নান করেছিলাম, জলমেখে শরীরে নিয়ে এসেছিলাম চকলেট কালারের গন্ধ।

এক বছর পর আবার গেলাম। ভেবেছিলাম পুকুর হয়তো নদী হয়ে গ্যাছে যেখানে পানিচিল জেলেদের মতো মাছের শিকারি, মাছরাঙা ঠোঁট লাল করে বসে থাকে অভিমানে, মাছেরা খালবিলে বেড়াতে যায় মাঝে মাঝে, শাপলা ফুলের মাথায় বসে কামুক ভ্রমর।

কিন্তু না পুকুর পুকুরেই থেকে গ্যাছে, বরং একটু ছোট হয়ে গ্যাছে আয়তনে।

আমি ভুলে গেছিলাম যিনি মালিক তিনি পুকুরই বানিয়েছেন, মালিক পুকুরই বানাতে পারে, নদী না ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন