শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

মানুষ

মানুষগুলো অন্য রকম 
আঁকাবাঁকা কথা বলে
মানুষগুলো অন্য রকম
সাপের মতো হেসে চলে
মানুষগুলো অন্য রকম
অন্ধকারকে আলো বলে
মানুষগুলো অন্য রকম
হিংসা থেকে নিন্দা করে
মানুষগুলো অন্য রকম
ছায়া দেখে মায়ায় পড়ে
মানুষগুলো অন্য রকম
আলেম আলেম মুখোশ পরে
মানুষগুলো অন্য রকম 
প্রয়োজনের হিসাব করে 
মানুষগুলো অন্য রকম 
নারীদেহে মাংস খোঁজে
মানুষগুলো অন্য রকম
কুকুর-বেড়াল আওয়াজ তুলে 
মানুষগুলো অন্য রকম
কেল্লা কেটে পুন্য করে
মানুষগুলো ভিন্ন রকম
চোখের জলে আকাশ ধরে
মানুষগুলো অন্য রকম
অন্য রকম নিজের ঘরে
মানুষগুলো অন্য রকম
অন্য রকম চোখের ভাঁজে, মনের ভেতর খুব গোপনে
আকাশ-পাতাল অন্য রকম
অন্য রকম চোখে চোখে 
আমি কেন একই রকম ঝরে পড়া পাতার মতন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন