শনিবার, ৪ জুলাই, ২০১৫

পশু আর মানুষ

পশু আর মানুষের মাঝে পার্থক্য আছে। পশুর কাছে খাবারই সামাজিক বাদবাকি পারিবারিক। খাবারের জন্য পশু যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু মানুষের কাছে বেঁচে থাকার অর্থ শুধু খাবার নয়। মানুষ চৈতন্যের কারিগর।

আমার আব্বা বলতেন ``তুমি যদি কোনো গরু কিনে আনো এবং শেষ রাতে যদি দেখ তোমার গোয়ালে গরু নেই। তাহলে? তা হলে মালিকপক্ষের কাছে ফোন করে প্রথমে জেনে নিবে গরুটি কোথায় ঘাস খেতে স্বাচ্ছন্দ্যবোধ করতো। দেখবে ঐ ঘাসের মাঠে গরুটি ঘাস খাচ্ছে ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন