ইতিহাস স্বয়ং রচিত হয়নি কোনো কালে। ইতিহাস রচনা করেন কিছু মানুষ যারা থাকেন মসনদে। আমি মসনদের মানুষ নই। অতি সাধারণ আটপৌরে জীবন আমার। আমার আব্বা কৃষক, সকালে গরুর দুধ বিক্রি করেন। আম্মা গৃহিণী, চাল-ভাতের সাথে তাঁর সংসার।
এমন দিন যদি আসে সাধারণের প্রতিনিধি হয়ে আমাকেও লিখতে হবে ইতিহাস!
তাহলে?
তা হলে দুজন মানুষকে আমি স্মরণ করবো পরম শ্রদ্ধায়--
(ক) লাবণ্য দাশ
(খ) গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
দুজনই জানেন সময়স্রোতের অনুকূলে
কেমন করে মাঝি পাল তুলে। কেমন করে মাঝি গায় ভাটিয়ালী গান। তাঁরা কিন্তু সময়সুযোগে গাইতেও জানেন আজম খান। গায়ত্রীর বিরহের গান পুঁজিবাজারের প্রতিষ্ঠান।
এমন দিন যদি আসে সাধারণের প্রতিনিধি হয়ে আমাকেও লিখতে হবে ইতিহাস!
তাহলে?
তা হলে দুজন মানুষকে আমি স্মরণ করবো পরম শ্রদ্ধায়--
(ক) লাবণ্য দাশ
(খ) গায়ত্রী চক্রবর্তী স্পিভাক
দুজনই জানেন সময়স্রোতের অনুকূলে
কেমন করে মাঝি পাল তুলে। কেমন করে মাঝি গায় ভাটিয়ালী গান। তাঁরা কিন্তু সময়সুযোগে গাইতেও জানেন আজম খান। গায়ত্রীর বিরহের গান পুঁজিবাজারের প্রতিষ্ঠান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন