বুধবার, ৮ জুলাই, ২০১৫

আদিম আদালত

সবাই জানে বর্ষাকালে মেঘ আর বৃষ্টি হয়। মেঘ আর বৃষ্টি জানে বর্ষাকাল বলে কিছু নেই।
রবীন্দ্রনাথের বর্ষাযাপন এক বিলাসী অনুমান।
বিলাসী অনুমান কেমন করে সমাজ হয়ে ওঠে তা আমরা সবাই জানি।
আমরা জানি মেসির বাড়ি হবে ফুটবলের মাঠের মতো, নারীর স্বপ্ন হবে চুলের বেণীর মতো। তাইতো স্বপ্ন আটকে গেছে ফেনার মতো স্বপ্লদৈঘ্য আয়ুসীমায়।
কাল থেকে পৃথিবী স্তানিস্লাভ। বেদান্ত ঘোষণা জয়তু অভিযানে নামবে। জয়ঘর হবে মানুষের আদিম আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন