ভালো লাগার প্রত্যেক বিষয় ভালো। ভালো লাগার প্রত্যেক বিষয় আরামদায়ক। ভালো লাগে বলেই নদী ছুটে চলে মূলের দিকে। ভালো লাগে বলেই ছাদহীন আকাশ পাখিদের ঘর, বৃষ্টিহীন মেঘ বাতাসের বাড়ি।
ভালো লাগা থেকেই অন্তহীন উৎসব-- আইনস্টাইন, প্লেটো, রবীন্দ্রনাথ, আলেকজান্ডার।
কসাই হৃদয় কাটে, পুলিশ ঘুষ খায়, সুবিধাবাদ জিন্দাবাদ-- জমাটবদ্ধ ভালো লাগা থেকে নয়, জমানো অন্ধকার থেকে ওঠে আসা এক ঝাঁক অজ্ঞতা।
ভালো লাগে বলেই বেঁচে আছে হৃদয়, বেঁচে থাকে হৃদয় গিভিং প্রেরণায়,
আয়ুদের ডানায়।
ভালো লাগা থেকেই অন্তহীন উৎসব-- আইনস্টাইন, প্লেটো, রবীন্দ্রনাথ, আলেকজান্ডার।
কসাই হৃদয় কাটে, পুলিশ ঘুষ খায়, সুবিধাবাদ জিন্দাবাদ-- জমাটবদ্ধ ভালো লাগা থেকে নয়, জমানো অন্ধকার থেকে ওঠে আসা এক ঝাঁক অজ্ঞতা।
ভালো লাগে বলেই বেঁচে আছে হৃদয়, বেঁচে থাকে হৃদয় গিভিং প্রেরণায়,
আয়ুদের ডানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন