শনিবার, ১১ জুলাই, ২০১৫

ডিমগোস্ট

যুবতী রাতে আকাশের এক কোণে গোলাকার জোছনার উৎসব

আমি তাকে চাঁদ বলি

সূর্যদিনে  আকাশের এক কোণে চাঁদের কলরব

আমরা তাকে ডিমগোস্ট বলি

সময়ের ব্যবধানে চাঁদও ডিমগোস্ট হয়ে যায়!

চাঁদের কাছে পৃথিবী কেবল জোছনাই চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন