সোমবার, ২৭ জুলাই, ২০১৫

ইচিং বিচিং

ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা
প্রজাপতি আর হাসে না
মন থাকে না বনে
প্রজাপতির চোখে কালি
বাঘ-সিংহ মনে
বিচ্ছু থেকে প্রজাপতি
ভুলে গেছে অতীত
ঝগড়া তার প্রধান গুন
অদল বদল বাতিক
ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা
বাতাসে আর উড়ে না সে
অহংকারে উড়ে
ইচিং বিচিং চেলা সকল
তার ডানাতে ফুঁকে
প্রজাপতির দুইটি ডানা
চারটি হয়ে যায়
ইচিং বিচিং চেলা সকলের
বানর নাচন তাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন