ব্যথা বাড়ছে। ব্যথা বাড়ছে। ব্যথার কোলাহল। ব্যথার কোলাহল চরম থেকে চরমে। ব্যথার কোলাহল যখন প্রান্তিক সীমায় অভিধানে তখন যুক্ত হয় একটি শব্দ-- প্রসবব্যথা। প্রসব ব্যথায় মাগো তুমি জ্ঞান হারালে। তুমি জ্ঞান হারানোর সাথে সাথে পৃথিবীতে আমার জ্ঞান ফিরে। পৃথিবীতে আমার জন্ম।
প্রতিটি জন্মই তাহলে ব্যথার ফল?
আজ ভরা যৌবনে আমারে জন্ম দিল যে নারী তার ব্যথা কি প্রসব ব্যথার চেয়ে কোনো অংশে কম?
প্রতিটি জন্মই তাহলে ব্যথার ফল?
আজ ভরা যৌবনে আমারে জন্ম দিল যে নারী তার ব্যথা কি প্রসব ব্যথার চেয়ে কোনো অংশে কম?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন