জসীম আজকাল কমোডে হাগু করে। কমোডের নিচঅংশে থাকে জল। জসীমের হাগু কমোডের জলে পড়ে, কমোডের জলে ঢেউ ওঠে, ঢেউ ভিজিয়ে দেয় জসীমের নিতম্ব এলাকা। তাই প্রত্যেক বার টয়লেটের পর জসীমকে অর্ধস্নান করতে হয়।
কমোডে বসলেই জসীমের ছোট কালের কথা মনে পড়ে। খালের উপর টয়লেট। কলাপাতার বেড়া, গাছের টুম দিয়ে তৈরি পা রাখার জায়গা। জসীমের হাগু খালে পড়ে, খালের জলে ঢেউ ওঠে কিন্তু ঢেউ এতো শক্তিশালী ছিল না যে স্পর্শ করবে জসীমের নিতম্ব এলাকা। কারণ পা রাখার জায়গা থেকে খালের জলের দূরত্ব প্রায় পাঁচ ফুট।
কমোডের জল আর নিতম্বের দূরত্ব পাঁচ ইঞ্চি। তবে হাগু খাওয়ার জন্য খালের জলে থাকতো কই মাছ, শিং মাছ, চান্দা মাছ, কানপোনা। কমোডের জলে কোনো প্রকার-প্রাকার মাছ থাকে না। হাগুগুলো লাল মাছের মতো ভেসে থাকে কেবল।
কমোডে বসলেই জসীমের ছোট কালের কথা মনে পড়ে। খালের উপর টয়লেট। কলাপাতার বেড়া, গাছের টুম দিয়ে তৈরি পা রাখার জায়গা। জসীমের হাগু খালে পড়ে, খালের জলে ঢেউ ওঠে কিন্তু ঢেউ এতো শক্তিশালী ছিল না যে স্পর্শ করবে জসীমের নিতম্ব এলাকা। কারণ পা রাখার জায়গা থেকে খালের জলের দূরত্ব প্রায় পাঁচ ফুট।
কমোডের জল আর নিতম্বের দূরত্ব পাঁচ ইঞ্চি। তবে হাগু খাওয়ার জন্য খালের জলে থাকতো কই মাছ, শিং মাছ, চান্দা মাছ, কানপোনা। কমোডের জলে কোনো প্রকার-প্রাকার মাছ থাকে না। হাগুগুলো লাল মাছের মতো ভেসে থাকে কেবল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন