মানুষ তার স্বপ্নের চেয়ে অনেক বড়। কারণ মানুষ স্বপ্ন দেখে তার আবিষ্কৃত চিন্তাশক্তি দিয়ে। অথচ মানুষের অসীম চিন্তাশক্তি অনাবিষ্কৃত থেকে যায়।
একদিন মানুষ স্বপ দেখত পাখির মতো উড়ার। আজকে মানুষ পাখির চেয়ে গতিশীল উপায়ে উড়তে পারে।
মাছের মতো সাঁতার কাটার স্বপ্নও মানুষের ছিল। আজকে মানুষ মাছের চেয়েও দ্রুত উপায়ে সাঁতার কাটতে পারে।
আসলে মানুষ অসীম ক্ষমতাবান, পারিপার্শ্বিকতা মানুষকে ছোট করে রাখে।
একদিন মানুষ স্বপ দেখত পাখির মতো উড়ার। আজকে মানুষ পাখির চেয়ে গতিশীল উপায়ে উড়তে পারে।
মাছের মতো সাঁতার কাটার স্বপ্নও মানুষের ছিল। আজকে মানুষ মাছের চেয়েও দ্রুত উপায়ে সাঁতার কাটতে পারে।
আসলে মানুষ অসীম ক্ষমতাবান, পারিপার্শ্বিকতা মানুষকে ছোট করে রাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন