একদিন দেখা হবে
বহুদিন পরে
তোমার আমার কোনো এক দুপুরে
ক্যাম্পাস শ্যাডো, টিআররোড কিংবা স্বাধীনতা উদ্যানে
তুমি তখন অনেক বড় প্রধান টাইপের কেউ
চোখের জলে কথা হবে না-- হৃদয়ে অভিমানের ঢেউ
দেখা হবে না, দেখা হবে না, দেখা হবে না
সংগ্রামের মতো তুমি প্রিয় ও অপ্রিয়
জীবনের মতো কাছে ও দূরে
রাত হলেই দেখি ঘড়ির কাঠি এগারোর ঘরে
দূর থেকে দেখে যাবো
দূর থেকে শুনে যাবো
ছায়ার মতো রবো সময়ে অসময়ে
কেমন আছো বন্ধু
আছো তো ভালো
আমার মতো তোকে বুঝবে না কেউ, বুঝবে না কেউ
একদিন বুঝবে হারালে কাকে, কে ছিল তোর কলিজার ঢেউ
বহুদিন পরে
তোমার আমার কোনো এক দুপুরে
ক্যাম্পাস শ্যাডো, টিআররোড কিংবা স্বাধীনতা উদ্যানে
তুমি তখন অনেক বড় প্রধান টাইপের কেউ
চোখের জলে কথা হবে না-- হৃদয়ে অভিমানের ঢেউ
দেখা হবে না, দেখা হবে না, দেখা হবে না
সংগ্রামের মতো তুমি প্রিয় ও অপ্রিয়
জীবনের মতো কাছে ও দূরে
রাত হলেই দেখি ঘড়ির কাঠি এগারোর ঘরে
দূর থেকে দেখে যাবো
দূর থেকে শুনে যাবো
ছায়ার মতো রবো সময়ে অসময়ে
কেমন আছো বন্ধু
আছো তো ভালো
আমার মতো তোকে বুঝবে না কেউ, বুঝবে না কেউ
একদিন বুঝবে হারালে কাকে, কে ছিল তোর কলিজার ঢেউ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন