মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

তাই যেন

ঘর থেকে বের হলে প্রত্যেকে পরমানুষ
তোমাদের ঘরকে পর ভেবে বিদায় নিলাম।



নদীর নক্ষত্র থেকে একরাশ বাতাস আসে
সে বাতাস মানুষের প্রতিনিধি
কে তুমি আছো বন্ধু
এসে বীজ  বপন করে যাও
মানুষের বীজ।



'তুমি' শব্দটা খুব বেশি আভিধানিক
'আমি' শব্দটা খুব বেশি সাংবিধানিক।



চুম্বন তোমাদের দৈনিক হিসাবের ব্যালেন্সজের
টেলিভিশন প্রোগ্রামের টিআরপি
অথচ চুম্বন  ছিল তাদের দৈনিক খাবার
কে বেশি সভ্য তোমরা? না তারা?



প্রেম থাকলে শূন্যতা জেগে উঠে আগুনের উচ্ছ্বাসে।



মানুষগুলো জীবনের মানে জানেনা
মানুষগুলো শূন্যতা নিয়ে বড় বেশি বড়াই করে
মানুষগুলো শূন্যতার খবর রাখে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন