শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ল্যাবরেটরি

অসংখ্য অপ্রাপ্তির মাঝে কিছু প্রাপ্তি  ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকে আলো দিবে বলে। আলো যে দেবী দূর্গার কানহা কানহা মাতম, অযান্ত্রিক মনোবলের আস্থাবল। একটা চিড়ধরা হৃদয়ে ঘাস জমবে বলে বৃষ্টি আসবে বলে আসেনি, কান্না থামবে বলে থামেনি-- দূর থেকে ভেসে আসে আগামীর হলুদ সন্ধ্যা, আগামীর ঝিমধরা নেটওয়ার্ক। কেউ গতকালের কথা বলতে পারেনি, গতকাল অন্ধকারের মতো মায়া তৈয়ারি করে। আগামীকাল মুখ্যম সময় দিনের স্বচ্ছ নীলাভ জলের আলোয়। তারা তো জানতো নদীর মতো কথা বলতে তবুও পুকুরে পুকুরে ঘোরাঘুরি করে তাদের চিন্তার ফেনা, তবুও প্রাপ্তি দাঁড়িয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী আশার ছলনে ভুলি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন