সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বাংলা ভাষায় সর্বনামের ব্যবহার আছে কিন্তু নারী-পুরুষের জন্য আলাদা করে কোনো সর্বনাম নেই।

আপনি কেন নারীবাদী তথ্য এখানে বাজারজাত করার চেষ্টা করেন? আপনার সর্বনামে He and she ব্যবহার আছে বলে, আপনার জমিরে হা এবং হু'র ব্যবহার আছে বলে?

বাংলা ভাষা সূর্যের সর্বনাম He আর চানের সর্বনাম She করে না। বাংলা ভাষা দেশকে কেবল মায়ের সাথে তুলনা করে, তাও আবার শ্রদ্ধার জায়গা থেকে।

এখানে লক্ষী, স্বরসতী, কালী নামে দেবীর সন্ধান পাওয়া যায়, অনেক বিখ্যাত, পবিত্র গ্রন্থে নারীদের উল্লেখযোগ্য অবস্থান পাওয়া যায় না, বাংলা ভাষা নারীদের সম্মান দিয়েছে আম্মা শব্দের মধ্যদিয়ে, প্রেমিকা শব্দের মধ্যদিয়ে। জননী শব্দটি সৃষ্টির সাথে জড়িত তাই শব্দটির দৃশ্যমান অবয়বজুড়ে গোলাপ গোলাম আবহ পাওয়া যায়।
বাঙালিদের জীবনে উঁচু-নিচু, জাত-পাতের চর্চা হয়েছে বেশ, তাইতো সর্বনামে তিনি, আপনি, উনি, তুমি প্রভৃতি শব্দের ব্যবহার পাওয়া যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন