রাতের অন্ধকারে ডাহুকের ডাক, ঘুম ভাঙানিয়া ডাহুকের ডাক, মদন জ্বালায় কাতরায় দেহ আমার, হৃদয় উঠান ভরা প্রেম আমার রোদে শুকায় বারে বার, গতিপথ রতিপথ কামশখ রেখে ধরি বৃন্দাবনের জাহাজ সকাল-বিকাল, বিরহের আগুনে যে আলো পাই আন্দার কেটে কেটে তুলে আনি প্রভাত, রাতের গভীরে ডাহুকের ডাক, প্রেমের গভীরে কামাতুর হাক-- সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল,
নিদ্রারত তৃষ্ণা গো আমার ভুলে গেছি ভুলপথ আসলে তোমার
নিদ্রারত তৃষ্ণা গো আমার ভুলে গেছি ভুলপথ আসলে তোমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন