শনিবার, ২৬ মার্চ, ২০১৬

::::

সূর্যকে মানুষ তত ভালোবাসে না যত ভালোবাসে চাঁদকে। কেননা চাঁদ ফিল্টারিং জানে। চাঁদ জানে কতটুকু অন্ধকার দূর করতে হবে, কতটুকু আলো রাখতে হবে। আর সূর্যের কেবল আমি আমি ভাব, অন্ধকারকে একটুও পাত্তা দেয় না। মানুষ আমি আমি ভাবকে সহ্য করার ক্ষমতা এখনো অর্জন করেনি। গনতন্ত্রের সংজ্ঞা ভালো করে উপলব্ধি করার জন্য চাঁদের কাছ থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন আছে....  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন