শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

ঘুমের

ঘুমের ভেতর আমি থাকি, থাকি আমি জলজ্যান্ত আড্ডার ভেতর, আমাকে পাওয়া যাবে বাজারের চায়ের দোকানে, আমাকে পাওয়া যাবে পোশাকের ভেতর, আমাকে পাওয়া যাবে জলের ঘাটে, আমাকে পাওয়া যাবে ধর্মগ্রন্থের নিদ্রিত পাড়ায়, আমাকে পাওয়া যাবে সুরের কোনো গোপন কথায়।

আমি আছি সবখানে।

আমি ছাড়া তুমি কিংবা তারা নেই। তুমি কিংবা তারা আমারে উপস্থিতি দিয়ে তুমি কিংবা তারা হয়ে উঠো। আমাকে চিনতে চিনতে তোমাকে সালাম দিতে পারি, তোমার বিশ্ব বলে যা আছে তার পাশে হারা হয়ে সেলফি তুলি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন