বুধবার, ৩০ মার্চ, ২০১৬

রেজা

আমি এক এমরানুর রেজাকে চিনি যার বাড়ি মেঘনা নদীর তীরে। সে কত কিছু করে, সব কিছুই ডেমো। তার ডেমোকে ট্রেন মনে কইরা অনেকে ওঠে বসে। সময় ফুরিয়ে যায়, মাগার ট্রেন তো চলে না। একসঙ্গে যাত্রী সকল গালি দিয়া নাইম্মা পড়ে এক সময়। এমরানুর রেজা তখন মাথায় গামছা বেঁধে মেঘনা নদীতে নৌকা চালাইতে যায়, গুদারা ঘাট থেইক্কা ডাক আহে -- এই মাঝি নিয়া যাও, নিয়া যাও। নারী কণ্ঠের ডাক।

এমরানুর রেজা তখন হালুবালু কইরা গুদারা ঘাটের দিকে যায়। নারী নৌকায় ওঠে -- হিলহিল কইরা হাসতে থাকে মাঝির বইটা। বইটা চালাইতে চালাইতে মাঝি ক্লান্ত হয়ে যায়, দূরে কিনারা দেখা যায়, কিনারার লাগাল পাইনা মাঝি। নদীর মাইদদে নৌকা থেমে যায়।

আতকা আচানক এক বাতাস আহে, ঘূর্ণি বাতাস-- এমরানুর রেজা, তার নৌকা আর সেই নারী কোথায় যেন হারিয়ে  যায়!

হেদিন থেইক্কা এমরানুর রেজার আর দেখা নাই....

আমি এক এমরানুর রেজাকে চিনতাম! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন