মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

টলমল

প্রত্যেক বাড়িতে একটি টয়লেট থাকে নতুবা পুরো বাড়ি টয়লেট হয়ে যাবে। তারপরও কিন্তু আমরা বাড়িকে টয়লেট বলি না-- না বলাটাই আমাদের সচেতন মানসিকতার পরিচায়ক। প্রত্যেক মানুষের মনবাড়িতেও একটি টয়লেট থাকে, থাকাটাই স্বাভাবিক অথচ আমরা মনবাড়ির টয়লেট নিয়ে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাহলে এর কারন খুঁজতে আমাদেরকে গ্রামের সেই অমৃত বাক্যের দ্বারস্থ হতে হবে(?)-- টয়লেট টয়লেট মাসতুতো ভাই ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন