মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

জানি

এই দিনে তুমি আমি আর আমাদের উদ্দাম আবেগ
সৃজনী শিল্পগ্রামের কনক্রিটের ঘর
মনের ভেতরে বন্য লাফালাফি
পৃথিবীর আকাশে কোনো এক প্রভাত
কি ছিল,কে ছিল কেন ছিল
একনিষ্ঠ অজানায় জনান্তিক তুমি
ব্যবধানে সাবধানে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা এবং রজনী
দোল খেলায় মাতম করেনি প্রিয় কোনো সুখ
কেবল উদভ্রান্ত আবেগ, বিবেকের দুঃখ
শপথ করিনি বিপথে যাবার, শপথ করিনি কাছে থাকার
তবে কিছু একটা ছিল শপথের উপরে শপথ, এখনো আছে বলে মনে করে আন্তরিক জীবন
পাথর ভেঙে নদী হলো, রাধাজোয়ারে ভেসে গেলো কৃষ্ণ
তবুও অপ্রিয় কাকের মতো কা কা করি মরা ডালের আশাহীন শাখায় বসে
দেখবো বলে দেখবো বলে কথা কইবো বলে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন