রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

Let there be light

ভোর মানে কুয়াশার ললিত চাহিদা। প্রতিটি ভোরে যদি কুয়াশা ফোটে একাকার হতো। প্রেমদহন গেয়ে যেত সাঁওতালী গান।
জন্মের সাথে মৃত্যুর শোকসংবাদ। মৃত্যু মানে তালিকাভুক্ত মাটির খাবার। রূহ তরতাজা হয়ে মগ্ন থাকতো কালিদাসপাপে।
পাপ আর পূন্যের তালিকায় জীবন হচ্ছে ভার!
অথচ
জীবন নিয়ে খেলছে সদা অদৃশ্য ডাকাত!
আলেয়ায় পা রাখে না, মন রাখে আজকের সর্দার
তবুও বলে যায় হাসির চিৎকার Let there be light! Let there be light

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন