বালি চকচক করছে। বালির উপর জোছনার কচকচ আওয়াজ। বালি আর জোছনার বিছানায় শুয়ে আছে মধ্য রাতের কুকুর। কুকুরের চোখ দুটি বন্ধ, পা সামনের দিকে সরলরৈখিকভাবে স্থির। কালো পিঁপড়া কুকুরের শরীরের দাঁরিয়ে বান্দা খেলছে। কুকুরের কান মাঘনিশীথের পাতার মতো একটু একটু নড়ছে। তাতে পিঁপড়ার মনে কোনো পুলিশীভয় তৈরি হচ্ছে না। কারণ পিঁপড়া জানে না কান নড়ার অর্থ কী!
বালি, জোছনা, পিঁপড়ার এই লাইভ শো দেখে তারেন অবাক নয়। অবাক হওয়ার কারণ অন্য কিছু। অন্য কিছুটা হলো মধ্য রাতে কুকুরের ঘুম।
কেন সে ঘুমাচ্ছে?
তারেন গ্রাম্য কলেজের মাস্টার। গ্রামের মানুষেরা অধ্যাপক, প্রভাষক বুঝে না, মাস্টার বুঝে। মাস্টার শব্দটি তাদের অভ্যাসে, তাদের ভাষিক রক্ত প্রবাহে। এই শব্দটির আড়ালে যে ভয়ের বাণিজ্য লুকিয়ে আছে, লুকিয়ে আছে হাজার বছরের শোষণের স্রোতধারা তা তারা বুঝতে চায়না। গ্রামের মানুষের পীর সাবের নাম হুজুগ, গ্রামের মানুষের কেবলার নাম নগদ!
তারেন আজ রুমে যাবে না, যেতে পারবে না। তার রুমের দাপটে বাসিন্দা আজ মৌমাছি।
এইতো কিছু দিন আগে মৌমাছি রুমে আসে। ধীরে ধীরে বাসা বাঁধে। তারেন মাস্টার সুখবোধ করে। ভাবে প্রকৃতির কত কাছাকাছি সে। প্রকৃতিকে বাড়ির ছাদে, ড্রইংরুমে নিয়ে আসার চেষ্টা এই সময়টার একটা বাতিক।
মৌমাছির চাক বড় হচ্ছে, বড় হচ্ছে তারেন মাস্টারের দৈনিক সুখবোধ। তার মনে ভেসে উঠে চাক ভাঙার রসালো দৃশ্য। চাক ভাঙার সময় হয়তো তার দুই-এক জন প্রিয় বন্ধু সাথে থাকবে। তারা চিয়ার্স করবে। রুমটা প্রাকৃতিক আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। এন্ড্রয়েড ক্যামেরা ধরে রাখবে বিরল কিছু সময়।
কিন্তু প্রকৃতি ক্ষেপে উঠলো। বিনা নোটিশে তারেন মাস্টারের চোখে আক্রমণ। মমতাময়ী মৌমাছি এমন রেগে যেতে পারে!
আহত চোখে রুমে থাকার সাহস করেনি মাস্টার। আফ্রিকার মেয়েদের ঠোঁটের মতো তার ডান চোখটি ফুলে উঠেছে।বাম চোখটি এখনো অক্ষত। এই চোখটিকে অক্ষত রাখার জন্যেই তারেন মাস্টারের রুমে না ফেরার অভিযান, কুকুর, জোছনা আর পিঁপড়ার সাথে কিছু মুহুর্তে ভাগাভাগি।
হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করে চেচামেচি শুরু করে।
অ, কুকুর টি তাহলে ঘুমাচ্ছিল না, রেস্ট নিচ্ছিলো। রাতে কুকুর রেস্ট নেয় না।
তাহলে?
প্রকৃতির এমন সৌন্দর্যের সাথে চুপিচুপি কথা বলার কোনো পায়চারী হয়তো।
অলস সময় অনেক ভাবনা তৈরি করতে পারে। তারেন মাস্টারও ভাবছে, হতে পারে আগাছা কিংবা পরগাছা ভাবনা। ভাবনা অলস সময়কে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ।
কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ থেকে দূরে চলে আসে তারেন!
এইভাবে আর কত দূরে চলে আসবে তারেন মাস্টার?
নিজের শিশুমনটাকে কতকাল সান্ত্বনার চকলেট দিয়ে পুষ্টিগুণ অক্ষুন্ন রাখবে --
When I find myself in times of trouble
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness
She is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be
Let it be, let it be
Whisper words of wisdom, let it be
বালি, জোছনা, পিঁপড়ার এই লাইভ শো দেখে তারেন অবাক নয়। অবাক হওয়ার কারণ অন্য কিছু। অন্য কিছুটা হলো মধ্য রাতে কুকুরের ঘুম।
কেন সে ঘুমাচ্ছে?
তারেন গ্রাম্য কলেজের মাস্টার। গ্রামের মানুষেরা অধ্যাপক, প্রভাষক বুঝে না, মাস্টার বুঝে। মাস্টার শব্দটি তাদের অভ্যাসে, তাদের ভাষিক রক্ত প্রবাহে। এই শব্দটির আড়ালে যে ভয়ের বাণিজ্য লুকিয়ে আছে, লুকিয়ে আছে হাজার বছরের শোষণের স্রোতধারা তা তারা বুঝতে চায়না। গ্রামের মানুষের পীর সাবের নাম হুজুগ, গ্রামের মানুষের কেবলার নাম নগদ!
তারেন আজ রুমে যাবে না, যেতে পারবে না। তার রুমের দাপটে বাসিন্দা আজ মৌমাছি।
এইতো কিছু দিন আগে মৌমাছি রুমে আসে। ধীরে ধীরে বাসা বাঁধে। তারেন মাস্টার সুখবোধ করে। ভাবে প্রকৃতির কত কাছাকাছি সে। প্রকৃতিকে বাড়ির ছাদে, ড্রইংরুমে নিয়ে আসার চেষ্টা এই সময়টার একটা বাতিক।
মৌমাছির চাক বড় হচ্ছে, বড় হচ্ছে তারেন মাস্টারের দৈনিক সুখবোধ। তার মনে ভেসে উঠে চাক ভাঙার রসালো দৃশ্য। চাক ভাঙার সময় হয়তো তার দুই-এক জন প্রিয় বন্ধু সাথে থাকবে। তারা চিয়ার্স করবে। রুমটা প্রাকৃতিক আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। এন্ড্রয়েড ক্যামেরা ধরে রাখবে বিরল কিছু সময়।
কিন্তু প্রকৃতি ক্ষেপে উঠলো। বিনা নোটিশে তারেন মাস্টারের চোখে আক্রমণ। মমতাময়ী মৌমাছি এমন রেগে যেতে পারে!
আহত চোখে রুমে থাকার সাহস করেনি মাস্টার। আফ্রিকার মেয়েদের ঠোঁটের মতো তার ডান চোখটি ফুলে উঠেছে।বাম চোখটি এখনো অক্ষত। এই চোখটিকে অক্ষত রাখার জন্যেই তারেন মাস্টারের রুমে না ফেরার অভিযান, কুকুর, জোছনা আর পিঁপড়ার সাথে কিছু মুহুর্তে ভাগাভাগি।
হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করে চেচামেচি শুরু করে।
অ, কুকুর টি তাহলে ঘুমাচ্ছিল না, রেস্ট নিচ্ছিলো। রাতে কুকুর রেস্ট নেয় না।
তাহলে?
প্রকৃতির এমন সৌন্দর্যের সাথে চুপিচুপি কথা বলার কোনো পায়চারী হয়তো।
অলস সময় অনেক ভাবনা তৈরি করতে পারে। তারেন মাস্টারও ভাবছে, হতে পারে আগাছা কিংবা পরগাছা ভাবনা। ভাবনা অলস সময়কে বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ।
কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ থেকে দূরে চলে আসে তারেন!
এইভাবে আর কত দূরে চলে আসবে তারেন মাস্টার?
নিজের শিশুমনটাকে কতকাল সান্ত্বনার চকলেট দিয়ে পুষ্টিগুণ অক্ষুন্ন রাখবে --
When I find myself in times of trouble
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness
She is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be
Let it be, let it be
Whisper words of wisdom, let it be
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন