শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

সফেদ মেঘ

সফেদ মেঘ চলে যায় আকাশে আকাশে
আকাশ ছেড়ে
যে মেঘ চলে গেল আকাশ ছেড়ে সাগরের পরপারে
জানলো না আকাশের উপরেও আকাশ আছে
যেখানে বন্য প্রেমে রাত কাটে
প্রথম চুম্বনে আশীর্বাদ ঝড়ে, ঝড়ে পড়ে চিরতরে বিগত কালিমা
একহাজার চুম্বনের পর শুরু হয় প্রথম যৌবনের নিয়ত
জানলো না
আকাশেরও রয়েছে নিজস্ব সাগর
চংক্রমন যৌবনের নীলাভূমি
সব পথ ছেড়ে, সব মত ভুলে
কেবলই অভিযোগের প্লাবন, দুকূল উপচে পড়া ঢেউ
ফেনায়িত কথার মেলা
কেবলই
অদৃশ্য বাতাসে ওথেলো সিনড্রোম

পাখির প্রতিবেশী মেঘ
পাখির  মতো উড়ে চলে যে মেঘ সে আর কতটুকু আকাশ চিনে
দয়াগুনে আকাশ যদি ধরা না দেয়
আকাশ কোনোদিন নিচে নামে না
তাইতো আকাশ
বড় হওয়ার আগে বড় একা হয়ে গেলাম
ছোট বলেই আমি আকাশ চিনিলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন